10609

04/20/2025 আ’লীগ নেতাকে লক্ষ্য করে গুলি॥ গ্রেফতার ২

আ’লীগ নেতাকে লক্ষ্য করে গুলি॥ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

৮ আগস্ট ২০২২ ০৫:২১

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি ও সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালুর বাড়িতে পিস্তলের গুলি ছোড়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকৃতরা হলো প্রাইম ব্যাংকের সাবেক পরিচালক ওয়াহিদ জামিল মুরাদ ও তার ব্যক্তিগত সহকারী জাহিদ আলম সম্রাট।

গতশনিবার দিবাগত রাত সোয়া এক টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৩ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রর মধ্যে রয়েছে একটি শর্টগান, পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু দাবি করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া জামিল ওয়াহিদ মুরাদকে তিনি চেনে না।

এমনকি মুরাদও আমাকে চেনেন না। আমার বাড়িতে এসে আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লেও তিনি আমাকে কেন হত্যা করতে এসেছিলেন সেটা জানি না। জামিল ওয়াহিদ আমার সঙ্গে কথার বলার সময়ও আমাকে চিনতে পারেননি। পরে আমি পরিচয় দেওয়ামাত্র তিনি আমাকে হত্যার জন্য আবারও গুলি ছুড়েন। সেই গুলি গিয়ে লাগে বাড়ির দরজায়। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। বোয়ালিয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে বলেন, রবিবার রাত দুইটার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালুর বাড়ীতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় র্দুবৃত্তরা।

ঘটনার পরে দুইটি সর্টগান,একটি পিস্তল, তিনটি ম্যগজিন ও শতাধিক রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় সন্ত্রাসীদের বহনের কাজে ব্যাবহৃত কালো রং এর প্রাইভেট কারও জব্দ করা হয়।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]