10611

04/20/2025 রাজশাহী-ঢাকা রুটে ভাড়া বেড়েছে ১২০ টাকা

রাজশাহী-ঢাকা রুটে ভাড়া বেড়েছে ১২০ টাকা

নিজস্ব প্রতিবেদক

৮ আগস্ট ২০২২ ০৫:৩৫

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর রাজশাহী থেকে বিভিন্ন রুটের বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এক লাফে রাজশাহী থেকে ঢাকা রুটে বাস ভাড়া বেড়েছে ১২০ টাকা। এছাড়া অন্যান্য আন্তজেলা বাসেও প্রায় ২২% ভাড়া বেড়েছে।বর্ধিত বাস ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়ছেন এঅঞ্চলের যাত্রীরা।

বাস টার্মিনালে খাঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী বাসের ভাড়া নন-এসিতে ১২০ টাকা এবং এসিতে ২০০ টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও অন্যান্য আন্তঃজেলা বাসেও প্রায় ২২ শতাংশ ভাড়া বৃদ্ধি পেয়েছে। রাজশাহী থেকে ঢাকার নন-এসি বাসে প্রতি আসনে ভাড়া ৬০০ টাকা থেকে ২০% বাড়িয়ে ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসি বাসের ভাড়া ১২০০ টাকা থেকে ১৬.১৬% বাড়িয়ে ১৪০০ টাকা করা হয়েছে। এছাড়া রাজশাহী থেকে চট্রগ্রামের ভাড়া নন-এসি বাসে প্রতি আসনে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১২৫০ টাকা এবং এসিতে ২৪০০ টাকা থেকে বাড়িয়ে ২৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী থেকে কলকাতার ভাড়া ১৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯৫০ টাকা হয়েছে। এদিকে হঠাৎ করে এতো ভাড়াবৃদ্ধিও কারণে ক্ষোভ করেন যাত্রীরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]