10612

05/14/2025 ট্রেনের ওপর চাপ কমাতে ভাড়া বাড়ানো লাগতে পারে: রেলমন্ত্রী

ট্রেনের ওপর চাপ কমাতে ভাড়া বাড়ানো লাগতে পারে: রেলমন্ত্রী

রাজটাইমস ডেস্ক

৮ আগস্ট ২০২২ ০৫:৫১

জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রেনের ভাড়া বাড়ানো লাগতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

রেলমন্ত্রী বলেন, 'ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং, আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি।'

'বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে', যোগ করেন তিনি।

তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি'।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]