10660

03/13/2025 অধ্যাপক অরুণ বসাকের বুকে পেসমেকার বসানো হয়েছে

অধ্যাপক অরুণ বসাকের বুকে পেসমেকার বসানো হয়েছে

রাজটাইমস ডেস্ক

১০ আগস্ট ২০২২ ২১:২১

অসুস্থ অধ্যাপক অরুণ কুমার বসাকের বুকে পেসমেকার বসানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এই ইমেরিটাস অধ্যাপক বর্তমানে ঢাকা চিকিৎসাধীন আছেন। খবর ডেইলি স্টারের।

চিকিৎসকদের বরাত দিয়ে অধ্যাপক অরুণ বসাকের ভাই প্রদীপ বসাক দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রদীপ বসাক জানান, আজ বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ মাহবুব মনসুরের নেতৃত্বে অরুণ বসাকের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

প্রদীপ বসাক আরও জানান, রাজশাহীর সাগরপাড়া এলাকায় অরুণ বসাকের বসতবাড়ির জমির একটি অংশ দখলের অভিযোগ ছিল তার এক প্রতিবেশীর বিরুদ্ধে। কয়েকদিন আগে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা হলেও অরুণ বসাক তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন।

এমন পরিস্থিতিতে ২ সপ্তাহ আগে ক্যাম্পাসে হাঁটতে গিয়ে অশীতিপর এই অধ্যাপক পড়ে যান। পরে ৩ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় বলে জানান প্রদীপ বসাক।

মূল খবরের লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]