1069

09/20/2024 সৌদি এয়ারলাইনসের সামনে অব্যাহত জটলা

সৌদি এয়ারলাইনসের সামনে অব্যাহত জটলা

রাজটাইমস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৯

টিকিট পেতে প্রতিদিনের মত রোববার (২৭ সেপ্টেম্বর) ও রাজধানীর হোটেল সোনারগাঁও-এ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের অফিসের সামনে জটলা করেছে সৌদি প্রবাসীরা।

সকাল থেকেই হাজার হাজার প্রবাসী টিকেটের জন্য টোকেন নিতে হোটেলের সামনে অবস্থান নেয়।

এয়ারলাইন্সের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে তারা ৪ অক্টোবরের আগে কোন টিকেট দিতে পারবে না। ফ্লাইট বাতিলের তারিখ ধরে পরবর্তী টোকেন দেয়া হবে বলেও জানায় সংস্থাটি। একই নিয়মে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে সৌদি আরবের টিকিট রি-ইস্যু করছে এয়ারলাইন্সটি।

সংস্থাটির দেয়া ঘোষণায় তেমন আস্থা রাখতে পারছে না সৌদি প্রবাসীরা। বহু প্রবাসী বাংলাদেশি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করছেন। টোকেন-টিকিট নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।

অন্যদিকে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ঢাকাস্থ সৌদি দূতাবাসে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়ানোর নির্দেশনা দিয়েছে সৌদি সরকার।

দূতাবাসে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়ালেই টোকেন নিতে পারবে প্রবাসীরা, এমনটাই জানায় সংস্থাটি।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের অনুরোধে এবং কূটনৈতিক প্রচেষ্টায় ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ায় সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ভিসার মেয়াদ পরবর্তী ২৪ দিন বাড়ানো হয়েছে।

এদিকে, গত কয়েকদিন ধরে তৈরী হয়েছে সৌদি টিকেটের সংকট। সৌদি সরকার সব বিদেশি কর্মীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দেন। গত কয়েকদিন ধরে টিকিটের টোকেন দাবিতে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করছেন প্রবাসীরা। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]