107

04/29/2024 একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু ৫৩

একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু ৫৩

রাজ টাইমস ডেস্ক:

১৬ জুন ২০২০ ২২:১৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয় ৩৮৬২ জন।
যা একদিনের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ২৬২ জন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ৮৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৮১ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩ জন। এদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২৬২ জনে।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে আরো ২ হাজার ২৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩৬ হাজার ২৬৪ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪২৭। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ২৮ হাজার ৪৯১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ৪২ হাজার ২৭০ জন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]