1072

03/16/2025 আইওআই ২০২০-এ ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ

আইওআই ২০২০-এ ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০ ২১:৩০

সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক কমিটির সার্বক্ষণিক অনলাইন নজরদারি ও স্থানীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই)-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ থেকে তাসমীম রেজা, রেজোয়ান আরেফিন এবং আরমান ফেরদৌস এই পদক অর্জন করেছেন।

এবারের অলিম্পিয়াডে মোট ৩৪৩ প্রতিযোগী অংশগ্রহণ করেছেন ৮৭ দেশ থেকে।

আইওআই ২০২০ সিঙ্গাপুরে হওয়ার কথা থাকলে ও মহামারী পরিস্থিতিতে তা দেশেই অনুষ্ঠিত হয়।

দুইদিন ব্যাপী অনুষ্ঠিত (১৬ ও ১৯ সেপ্টেম্বর) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ইনফরমেশন এক্সেস সেন্টারে।

স্থানীয় কমিটির দায়িত্বে ছিলেন বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য মো. কায়কোবাদ এবং সোহেল রহমান। এ পর্যন্ত আইওআইয়ের আসর থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা দুটি রৌপ্যপদক এবং ১৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ২০১২ সালে বাংলাদেশের শিক্ষার্থী বৃষ্টি সিকদার ইতালিতে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছিলেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক এই ইভেন্টটি চালু হয় ১৯৮৯ সালে বুলগেরিয়াতে। শুরুর দিকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড’ যাত্রা শুরু করে। পরে দেশের ছেলেমেয়েদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপকদের নিয়ে ‘বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটি’ প্রতিষ্ঠিত হয়েছিল। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]