10735

05/06/2024 করোনায় মৃত্যুহীন ২৪ ঘন্টা পার করল দেশ

করোনায় মৃত্যুহীন ২৪ ঘন্টা পার করল দেশ

রাজটাইমস ডেস্ক

১৭ আগস্ট ২০২২ ০৬:৩৯

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিন এই রোগে একজনের মৃত্যু হয়। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৩২ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ০৯ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪১ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ২২২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ২ হাজার ১১০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। আগের দিন ৬ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৫৯ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৪ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৯৪১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৬ জন। শনাক্তের হার ৪ দশমিক ৮৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৪৩ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]