10767

04/20/2025 শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ নারী চা শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ নারী চা শ্রমিকের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

২০ আগস্ট ২০২২ ০৫:৫৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাখাইছড়া চা বাগানে টিলা ধসে ৪ নারী শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার জানান, শুক্রবার বেলা ১টায় উপজেলার লাখাই চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জনই লাখাইছড়া চা বাগানের শ্রমিক।

মৃতরা হলেন- লাখাইছড়া স্কুল লাইনের সুনীল ভূমিজের স্ত্রী সুকন্তলা ভূমিজ (৪০), স্বপন ভূমিজের স্ত্রী হিরা ভূমিজ (৩০), অরুণ মাহালির স্ত্রী রাধা মাহালি (২৫) ও রিপন ভূমিজের স্ত্রী পুনি ভূমিজ (২৫)। আহত একজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই ৪ নারীর মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]