10771

03/15/2025 টবগী-১ কূপ থেকে দিনে মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

টবগী-১ কূপ থেকে দিনে মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাজটাইমস ডেস্ক

২০ আগস্ট ২০২২ ০৬:৪৪

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী-১ কূপ থেকে দৈনিক ২০/২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার কূপ খননের উদ্বোধন শেষে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় দ্রুত আরো ২টি অনুসন্ধান কূপ ইলিশা-১ ও ভোলা নর্থ-২ খনন করা হবে।

তিনি বলেন, দেশীয় জ্বালানি অনুসন্ধান কার্যক্রম আরো জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে ২০২২-২৫ সালের মধ্যে আমরা ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা নিয়েছি।

নসরুল হামিদ বলেন, ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর বর্তমান সরকারের নেতৃত্বে জ্বালানি বিভাগ এ পর্যন্ত ২১টি অনুসন্ধান, ৫০টি উন্নয়ন ও ৫৬টি ওয়ার্কওভার কূপ খনন করেছে। যার হাত ধরে বাংলাদেশ পেয়েছে ৫টি নতুন গ্যাসক্ষেত্র।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশীয় খনিজ সম্পদ অনুসন্ধানে জোর দেওয়ার কারণেই ২০১৮ সালে আমাদের গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়ায় দৈনিক ২৭৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ), যা ২০০৯ সালে ছিল দৈনিক ১,৭৪৪ এমএমসিএফ।

তিনি জানান, কূপগুলোর রিজার্ভ কমতে থাকায় উৎপাদন কিছুটা হ্রাস পেলেও এলএনজিসহ বর্তমানে বাংলাদেশের দৈনিক প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রায় ৩,৩০০ মিলিয়ন ঘনফুট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]