10783

09/20/2024 ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচার করতে পারবে না পাকিস্তানি টিভি চ্যানেল

ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচার করতে পারবে না পাকিস্তানি টিভি চ্যানেল

রাজটাইমস ডেস্ক

২২ আগস্ট ২০২২ ০৬:৩২

পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আজ রোববার পাকিন্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে অনুযায়ী, ইমরান খানের বক্তব্য পিইএমআরএ নিয়মের লঙ্ঘন করে। রোববার ভোরে পিইএমআরএ এই বিজ্ঞপ্তি জারি করে।

পিইএমআরএ আরও বলেছে, ইমরান খানের বক্তব্য সংবিধানের ১৯ অনুচ্ছেদের লঙ্ঘন।

পিইএমআরএ বিজ্ঞপ্তি অনুসারে, প্রাকরেকর্ড করা বক্তব্যগুলো কেবলমাত্র পর্যবেক্ষণ এবং সম্পাদকীয় নিয়ন্ত্রণের মাধ্যমে সম্প্রচার করা যেতে পারে।

পিইএমআরএ ছয় পৃষ্ঠার বিজ্ঞপ্তি জারি করে বলেছে, এটি লক্ষ্য করা গেছে যে- ইমরান খান জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার বক্তব্য এবং বিবৃতিতে ক্রমাগত ভিত্তিহীন অভিযোগ করছেন এবং তার বক্তৃতার মাধ্যমে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন।

পিইএমআরএ'র তরফে জানানো হয়, পিইএমআরএ অর্ডিন্যান্স ২০০২-এর ২৭ নম্বর ধারায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পিইএমআরএ'র বিজ্ঞপ্তিতে ইসলামাবাদের এফ-৯ পার্কে খানের ভাষণের কথা উল্লেখ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]