1085

09/17/2024 জরুরী সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী

জরুরী সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী

রাজটাইমস ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৪

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রকোপে দেশে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। নানা উদ্বেগ আর উৎকন্ঠা কাজ করছে অভিভাবকদের মাঝে। শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা।

দেশের বর্তমান পরিস্থিতি ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ছুটির বিষয়ে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন।

মন্ত্রীর সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

সংবাদ সম্মেলনে চলমান ছুটি বর্ধিত হবে কি না এবং এসএসসি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে এসব বিষয় তুলে ধরা হবে বলে জানান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

মহামারী করোনাভাইরাস প্রকোপে স্থগিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা যা গত ১ এপ্রিল থেকে হওয়ার কথা ছিল। এর আগে জেএসসি ও পিইসি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়।

শিক্ষা বছর শেষের দিকে হওয়ায় সব পর্যায়ের শিক্ষার্থীদের ও অভিভাবকদের উদ্বেগের শেষ নেই। বার্ষিক পরীক্ষা হবে কিনা হবে না তা নিয়েও শঙ্কা রয়েছে। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]