03/15/2025 এবার গমের আটা রপ্তানি নিষিদ্ধ করল ভারত
রাজটাইমস ডেস্ক
২৭ আগস্ট ২০২২ ০৬:২২
এবার গমের আটা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। ইতোমধ্যে তাতে অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা। অভ্যন্তরীণ বাজারে বাড়তে থাকা খাদ্যপণ্যটির মূল্যে লাগাম টানতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে গম রপ্তানি নিষিদ্ধ করে ভারত। কারণ, প্রখর খরায় দেশটিতে খাদ্যশস্যটির উৎপাদন হ্রাস পেয়েছে।
ফলে স্থানীয় বাজারে ভোগ্যপণ্যটির দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। চলতি সপ্তাহে প্রতি টন বিক্রি হয়েছে ২৪ হাজার ৫০০ রুপিতে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে নরেন্দ্র মোদি সরকার জানায়, এ অবস্থায় বিশ্বজুড়ে ভারতীয় গমের আটার চাহিদা বৃদ্ধি। এতে ২০২২ সালের এপ্রিল-জুলাইয়ে খাদ্যপণ্যটির রপ্তানি ব্যাপক ঊর্ধ্বমুখী হয়। গত বছরের একই সময়ের চেয়ে যা ২০০ শতাংশ বেশি।
ফলে দামও বাড়তে থাকে। তাই দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিলো মোদি সরকার।