10877

04/29/2025 টস জিতে বোলিংয়ে আফগানিস্তান

টস জিতে বোলিংয়ে আফগানিস্তান

রাজটাইমস ডেস্ক

২৮ আগস্ট ২০২২ ০৫:৫৪

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। ফ্রেশ উইকেট হওয়ায় এবং দলে বেশ ক’জন অলরাউন্ডার থাকায় শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত বলে জানান তিনি।

স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শানাকা বলেছেন, টস জিতলে তিনিও শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিতেন। শ্রীলঙ্কা ছয় ব্যাটার, দুই অলরাউন্ডার এবং তিন বোলার নিয়ে খেলছে বলে জানিয়েছেন তিনি। লঙ্কান দলে অভিষেক হয়েছে দিলশান মাদুসকা ও মাথিসা পাথিরানার।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে ঘাস আছে। তবে বোলারদের জন্য খুব বেশি সহায়তা আছে তা নয়। স্পিনাররাও পাবেন না তেমন সুবিধা। পিচ রিপোর্ট অনুযায়ী, ভালো জায়গায় বোলিং করলে সুবিধা আদায় করতে পারবেন বোলাররা। এর বাইরে বড় রান হওয়ায় সম্ভাবনাই বেশি।


শ্রীলঙ্কার একাদশ: ধানুশকা গুনাথিলাকা, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্ক, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারতেœ, মাহিষ থিকসানা, দিলশান মাসুশকা, মাথিসা পাথিরানা।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নবিন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]