10885

03/15/2025 লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

রাজটাইমস ডেস্ক

২৯ আগস্ট ২০২২ ০৫:৩১

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে।

শনিবারের ওই সংঘর্ষে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে দেশটির তরুণ কমেডিয়ান মুস্তাফা বারাকাও রয়েছেন।

দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারে সশস্ত্র বাহিনী তাদের প্রতিপক্ষ পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট স্বীকৃত প্রধানমন্ত্রী ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের একটি বহরের হামলা প্রতিহতের চেষ্টা চালায়। দুই পক্ষের সংঘর্ষে হালকা অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজধানীর একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটির বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়াও উপরে উঠতে দেখা গেছে।

একাধিক হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ। যেসব এলাকায় সংঘর্ষ হয়েছে, তার আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

২০১১ সালে ন্যাটো প্রত্যক্ষ মদদে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকে আফ্রিকার দেশটি ভয়াবহ অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তা সত্ত্বেও গত দুই বছর লিবিয়া তুলনামূলক শান্ত সময় পার করেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]