1089

03/16/2025 প্র্রধানমন্ত্রীর জন্মদিনে জেলা পরিষদের দোয়া মাহফিল

প্র্রধানমন্ত্রীর জন্মদিনে জেলা পরিষদের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২০ ২২:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী জেলা পরিষদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৈরি জেলা পরিষদ। তিনি ক্ষমতায় এসে জেলা পরিষদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাঁর সময়ে যে উন্নয়ন হয়েছে, অন্য কোনো সরকারের আমলে বাংলাদেশের এতো উন্নয়ন হয়নি। তার নেতৃত্বে দেশ শান্তিতে থাকুক, দেশ আরো এগিয়ে যাক। সৃষ্টিকর্তা তাঁকে সুস্থ ও দীর্ঘজীবন দান করুক।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ সদস্য আবদুল ফজল প্রামাণিক ও আবু জাফর প্রামাণিক, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাশুক-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আবদুল মান্নান প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ খলিলুর রহমান। দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘজীবন কামনা করা হয়।

কাফি/০১

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]