10901

04/29/2025 একনজরে আজকের বাংলাদেশ

একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

২৯ আগস্ট ২০২২ ১৭:২১

৪২তম বিসিএস: সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত ৩৪ চিকিৎসক

সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই আটকে আছে ৪২তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৩৪ চিকিৎসক। সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশের পরও গেজেটে নাম না আসেনি তাদের। প্রতিযোগিতামূলক পরীক্ষার সব ধাপে মেধার স্বাক্ষর রেখেও কেন বাদ পড়লেন সে প্রশ্নেরও সদুত্তর মিলছে না। সরকারি চাকরি না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন এসব চিকিৎসক ও তাদের পরিবার। খবর যুগান্তরের।

লিঙ্ক

কমল ডিজেলের আগাম কর , এবার দাম কমার অপেক্ষা

নিত্যদিনের দুইটি অতীব প্রয়োজনীয় পণ্য ডিজেল ও চাল। এই দুটি পণ্যের উচ্চ মূল্যে নিত্যদিনের প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে সীমিত আয়ের মানুষ জেরবার। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে দুটি গুরুত্বপূর্ণ নিত্যপণ্য ডিজেল ও চাল আমদানিতে ১০ শতাংশ পর্যন্ত শুল্ক কমিয়েছে সরকার। খবর টিবিএসের।

লিঙ্ক

বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বিমা খাতের শেয়ারে

টাল মাটাল অবস্থা থেকে আবারো বিমা মুখী হতে শুরু করেছে বিনিয়োগকারীরা। ফলে এ খাতের সিংহভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তবে মোট লেনদেনে এ খাতের অবদান উল্লেখযোগ্য পরিমাণ না থাকলেও ইতিবাচক রিটার্নে এগিয়েছে। গতকালের বাজারচিত্রে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে। খবর টিবিএসের।

লিঙ্ক

মজুরি বৃদ্ধি, বাড়ছে চায়ের দাম

চা-শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে নির্ধারিত হল নতুন মজুরি। এর আগে মজুরি বাড়ানোর দাবিতে ৯ আগস্ট থেকে কার্যত অচল ছিল দেশের চা উৎপাদন খাত। দীর্ঘ অচলাবস্থায় ক্ষতি হয়েছে চা-উৎপাদন খাতেও। এর রেশ পড়তে শুরু করেছে পাইকারি ও খুচরা বাজারে চা-পাতার মূল্যে। খবর টিবিএসের। খবর টিবিএসের।

লিঙ্ক

অনুসন্ধানে ১ হাজার কোটি, আমদানিতে ৮৫ হাজার কোটি টাকা পেয়েছে বাপেক্স

গ্যাসক্ষেত্র অনুসন্ধানের পথে না হেঁটে আমদানির দিকে বেশী ঝুঁকে যাওয়ার দেশ গ্যাসের সংকটে। আমদানিবাবদ এত বড় অর্থের যোগান দিতে গিয়ে অর্থ সংকটে পড়েছে পেট্রোবাংলা। খবর টিবিএসের।

লিঙ্ক

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]