10944

04/23/2025 সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রাজটাইমস ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২২ ০৭:৪০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে ভদু (৪০) নামে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ সময় গুরতর আহত হয়েছে আরও দু’জন। মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ভদু উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এলাকাবাসীর ভাষ্য মতে— কয়েকদিন আগে শিংনগর সীমান্ত দিয়ে ৮ থেকে ১০ জন গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে ফেরার পথে ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ৭২ নম্বর সীমান্ত পিলারের কাছে ভদু নিহত হয়।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, বিএসফের গুলিতে ভদু নিহত হয়েছেন। আর এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে রাজশাহীতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি তাদের।

মনাকষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও মরদেহের সন্ধান পাওয়া যায়নি। আপনি কীভাবে নিশ্চিত যে ভদু নিহত হয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ভদুর সঙ্গে ছিল তারা আমাকে জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা বলেন, এটা ৫৩ বিজিবির ব্যাটালিয়নের এলাকায় পড়ে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ বলেন, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। আমার দায়ীত্বপ্রাপ্ত এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]