03/14/2025 বিএফটিআই নেবে সিনিয়র রিসার্চ ফেলো, বেতন ১,২০,০০০
রাজটাইমস ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২২ ২৩:১০
গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে সিনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি বা বিজনেস অনুষদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক বা গবেষণা প্রতিষ্ঠানে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিসার্চ ফেলো বা সমপদে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাণিজ্য সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের সাত বছর কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বাণিজ্য সম্পর্কিত গবেষণা, স্টাডিজ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, পলিসি অ্যাডভোকেসি বা পাবলিকেশনে অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ স্ট্যান্ডার্ড বিজনেস সফটওয়্যারের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর
বেতন: মাসিক বেতন ১,২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ পূর্ণাঙ্গ সিভি চিফ এক্সিকিউটিভ অফিসার বরাবরা ই–মেইল বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), টিসিবি ভবন (ষষ্ঠ তলা), ১ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫। ই–মেইল ঠিকানা: [email protected]।
আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২২।