10980

05/15/2025 একনজরে আজকের বাংলাদেশ

একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

৩ সেপ্টেম্বর ২০২২ ২৩:২০

১. বে টার্মিনাল প্রকল্প পরিদর্শনে আসবে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

বিশ্বব্যাংকের একটি কারিগরি প্রতিনিধি দল আসছে ঢাকায। চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পের জন্য চার হাজার কোটি টাকা ঋণ প্রদানকারী বিশ্বব্যাংকের প্রতিনিধি দলটি ৪ থেকে ১২ সেপ্টেম্বর প্রকল্পস্থল পরিদর্শন করবে। খবর টিবিএসের।

মূল খবরের লিঙ্ক

২. দেশে দরিদ্র ও কোটিপতি বাড়ছে সমান তালে

দেশের সংকটকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফুলেফেঁপে বড় হচ্ছে নির্দিষ্ট একটি গোষ্টী। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে দরিদ্র লোকের সংখ্যা। খবর যুগান্তরের।

মূল খবরের লিঙ্ক

৩. কনটেইনারেই পচলো ৩০০ টন পেঁয়াজ

তুরস্ক থেকে আনা ৩০০ টন পেঁয়াজ নষ্ট হল কনটেনারেই। এদিকে এর জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে দুষছেন টিসিবি। খবর টিবিএসের।

মূল খবরের লিঙ্ক

৪. রেলে বাড়ছে ব্যয়, বাড়ছে লোকসান

দেশের অন্যতম আয়খাত বাংলাদেশ রেলওয়ে। এই প্রতিষ্ঠানটি থেকে সরকারের মুনাফা আসছে না৷ উল্টো পাল্টা দিয়ে বাড়ছে ব্যয়। খবর যুগান্তরের।

মূল খবরের লিঙ্ক

৫. পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে কৌশল প্রস্তুত করছে সরকার

পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের একটি খসড়া গাইডলাইন থেকে জানা গেছে, বিদেশে পাচার করা অর্থ বা সম্পত্তি চিহ্নিত করার পর জব্দ বা বাজেয়াপ্ত করার কৌশল প্রণয়ন নিয়ে কাজ করছে সরকার। খবর টিবিএসের।

মূল খবরের লিঙ্ক

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]