10983

04/20/2025 পদ্মা নদীতে দুই দিনে ৩ যুবকের লাশ উদ্ধার

পদ্মা নদীতে দুই দিনে ৩ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৬

রাজশাহীতে দুই দিনের ব্যবধানে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় তিন যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার বিকেলে নগরীর পৃথক দুটি এলাকা কাজলা জাহাজঘাট ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক এলাকা সংলগ্ন পদ্মা নদী থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহী নগরীর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক গণমাধ্যমকে জানান, শুক্রবার বিকেলে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নৌপুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। অর্ধগলিত অবস্থায় নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এরআগে বৃহস্পতিবার সকালেও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, লাশ তিনটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে বয়স ২৫-৪০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা থেকে উদ্ধার হওয়া লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]