04/20/2025 বহুত বড় চিটারি-বাটপারি কইরি আমি প্রেসিডেন্ট হইছি
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২২ ০৪:১৮
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভাইরালকৃত চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও ক্লিপে এক নারী ছাত্রলীগ নেত্রীকে তার কাছে মেয়ে পাঠানোর কথাসহ আরও অনৈতিক কথা বলতে শোনা যায়।
ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার ভাইরালকৃত অডিও ক্লিপটি রিতীমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অডিওতে সাকিবুল ইসলাম রানাকে বলতে শোনা যায়-
‘তুমি আমার সাথে নাটক করিচ্ছো তাই না?’
অপর প্রান্তের থাকা মেয়ে- ‘কিসের নাটক ভাইয়া?’
রানা- ‘তোমার কথা-কাজে মিল পাচ্ছি না। চিটারি করতে পারবা না। বহুত বড় চিটারি-বাটপারি কইরি আমি প্রেসিডেন্ট হইছি। সব চিটারের দলের সর্দার আমি। তুমি না হয়, আসতে চায়য়া আসলে না, কাকে যে পাঠাতে চাইলে সে কই? একজনের সাথে কইরি তুমি যদি বড় নেত্রী হও, সেটা মানুষ মাইনি লিতে পারে না, তুমি বুঝ না?’ তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগলে আমি দেব।
মেয়ে- ‘এগুলো তো ভাইয়া অবান্তর কথা, আর আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার নাই। আমি যথেষ্ট ভালো আছি। সংগঠনটাকে ভালোবেসেই আসছিলাম।’
রানা- ‘তাহলে শোন ঠিক আছে আর শান্ত-মান্তর কোনো বেল নাই।’
মেয়ে- ‘তো ভাইয়া আপনি মেয়ের কথা কালকে বলছিলেন, তো আমি ছবি পাঠাইছিলাম।’
রানা- ‘দেখ দেখ পাঠাতে পারো নাকি?’
মেয়ে- ‘উনিও তো ফ্যামিলির সঙ্গে থাকে।’
রানা- ‘এখন আটটা বাজে। কী এমন রাত? দেখ দেখ ফোন দাও। পাঠাও। কেউ যেন না জানে।’
মেয়ে- ‘কে জানবে, আপনি আমাকে ভরসা করতে পারেন।’