112

03/14/2025 চাকরির নামে ঢাকার যৌনপল্লীতে বিক্রি 

চাকরির নামে ঢাকার যৌনপল্লীতে বিক্রি 

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০২০ ০১:৩৭

ঢাকায় গার্মেন্টসে চাকরির নামে গোদাগাড়ীর এক তরুণীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আলিফ (২৮) রাজশাহী নগরীর গুলজারবাগ গুড়িপাড়া এলাকার তকবুল হোসেনের পুত্র ও  মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আলিফ গত ৯ জুন সকাল অনুমান ৯ টার দিকে ভিকটিমকে ঢাকায় গার্মেন্টসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে রাজবাড়ির দৌলতিয়া পতিতা পল্লীতে মানবপাচারকারী চক্রের নিকট পঁচিশ হাজার টাকায় বিক্রি করে দেয়। 

পরবর্তীতে ভিকটিম কৌশলে ১৫ জুন তার বাড়িতে ফিরে আসেন। এরপর একই তারিখে তিনি গোদাগাড়ী থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে  সোমবার দিবাগত রাতে ৩ টার দিকে গোদাগাড়ীর উজানপাড়া এলাকা হতে আসামি আলিফকে গ্রেফতার করে পুলিশ। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]