03/16/2025 উন্মুক্ত হল প্রধানমন্ত্রীকে নিয়ে লিখা ই-বুক
রাজটাইমস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৬
মোড়ক উন্মোচনের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সম্পাদনায় ই-বই ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী।
২৮ সেপ্টেম্বর প্রকাশিত ই-বুকটি মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের উদ্যোগে অনলাইনে ডিজিটাল এ বইটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
ডিজিটাল এই বইটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৩৩৬ পৃষ্ঠার তথ্য-চিত্রবহুল ঐতিহাসিক বইটিতে রয়েছে ১৯টি নিবন্ধ এবং বিশেষ ফটো অ্যালবাম।
প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সংযুক্তিতে অনলাইনে বইটির মোড়ক উন্মোচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সাংবাদিক ইয়াসিন কবির জয়। জয়ীতা প্রকাশনী বইটি প্রকাশ করেছে। বইটির সম্পাদক মোস্তাফা জব্বার এ সময় ওয়েবিনারে সংযুক্ত ছিলেন। খবর-যুগান্তর