11214

04/23/2024 ভোজ্যতেলে ভ্যাট ১৫ শতাংশ

ভোজ্যতেলে ভ্যাট ১৫ শতাংশ

রাজটাইমস ডেস্ক

২ অক্টোবর ২০২২ ১৯:২৭

আবারো ১৫ শতাংশ ভ্যাট ধার্য করা হয়েছে, সাড়ে ছয় মাস শিথিল থাকার পর ভোজ্যতেলের ওপর নতুন ভ্যাট আরোপ করা হয়েছে। খবর টিবিএসের।

চলতি বছরের শুরুর দিকে সরকার তেলের দাম কম রাখতে আমদানি পর্যায়ে ১৫% এর পরিবর্তে ৫% ভ্যাট ধার্য করে।

আজ শনিবার (১ অক্টোবর) সেই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে।

গত মার্চের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা বিজ্ঞপ্তিতে ভোজ্যতেল আমদানিকারক এবং ব্যবসায়ীদের জন্য এই সুবিধাটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

মার্চে স্থানীয় বাজারে সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে ২০০ টাকার ওপরে উঠে যায়। বর্তমানে সয়াবিন তেলের দাম ১৯২ টাকা।

গত ১৪ মার্চ এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে উৎপাদন পর্যায়ে ১৫% ভ্যাট মওকুফ করে এবং সয়াবিন এবং পাম তেলের জন্য এ হার ৫% এ নামিয়ে আনে।

দুইদিন পর ভোজ্যতেল আমদানির ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট ৩০ জুন পর্যন্ত কমিয়ে ৫ শতাংশ করা হয়।

পরবর্তীতে ৩ জুলাই আরেকটি প্রজ্ঞাপনে ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। গত শুক্রবার সেই মেয়াদ শেষ হলেও নতুন করে কোনো প্রজ্ঞাপন জারি করেনি এনবিআর।

নিউজের লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]