11239

04/20/2025 চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর, গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর, গ্রেপ্তার ৪

রাজটাইমস ডেস্ক

৪ অক্টোবর ২০২২ ০৭:০২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২৩ নং বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে শহীদ মিনার ভাংচুর করা হয়েছে। গত ১ অক্টোবর রাত সাড়ে ১২ দিকে ঘটনাটি ঘটে।

বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি মো. হেদায়েতুল ইসলাম, সহকারী শিক্ষক মোসা. সুলতানা ইসলাম, কুসুমারা, রেহেনা খাতুন, নৈশ প্রহরী জাহাঙ্গীর আলম হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন।


এজাহার সূত্রে জানা গেছে, বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারোফ হোসেন ও এম এম হক আইডিয়াল স্কুলের শিক্ষক মো. পান্নার মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে শহীদ মিনারের লাল বৃত্তের এক অংশসহ বিভিন্ন অংশ ভাংচুর করা হয় ও সরকারি সম্পতির ক্ষতি সাধন করা হয়। আসামিরা হাতুড়ি, শাবল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে হামলা চালায়।

এ ঘটনায় সোমবার বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসা বাদি হয়ে সদর মডেল থানায় ৪ জনসহ অজ্ঞাত আরও ২/৩ কে আসামি করে একটি এজাহার দায়ের করেন।

আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ড বিদিরপুরের মৃত মজিবুর রহমানের ছেলে তারেক রহমান (৩১), মৃত জহরুলের ছেলে নয়ন (১৯), শাহাবুদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (২০) ও বাবলুর ছেলে নূর মোহাম্মদ (১৮)।

সদ্য যোগদান করা সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর জাহান বিষয় টি নিশ্চিত করেছেন। ৩ অক্টোবর সোমবার মামলা রুজু করা হয়। যার মামলা নং-০৭।

ওসি আলমগীর আরও জাহান, একই দিন অভিযুক্ত আসামি ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]