11246

04/20/2025 বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ৩০ জন

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ৩০ জন

রাজটাইমস ডেস্ক

৪ অক্টোবর ২০২২ ২০:৩০

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবে প্রায় দুই শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। এদিকে উদ্ধার করা হয়েছে ৩০ জনকে। খবর যুগান্তরের।

নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই নারী ও শিশু। তবে সাগর থেকে সাঁতার কেটে যারা তীরে ফিরে এসেছেন, তাদের কোস্টগার্ড ও পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা বর্তমানে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখাল, বান্নাপাড়া ও হলবনিয়ায় রয়েছে বলে জানা গেছে।

বাহারছড়া এলাকার বাসিন্দা জিয়াউর রহমান যুগান্তরকে জানান, মঙ্গলবার ভোরে হাঁটতে বের হলে ওই স্থানে কয়েকজন মানুষকে জড়ো হতে দেখতে পাই।

সেখানে সাগর থেকে উদ্ধার হওয়া কক্সবাজারের মহেশখালী এলাকার এক ব্যক্তি জানান, তাদের বহনকারী মালয়েশিয়াগামী ট্রলারটি সাগরের মধ্যে তলা ফেটে গেলে সবাই পানিতে পড়ে যায়।

এদের মধ্যে সাঁতার কাটতে জানে এমন কয়েকজন মানুষ তীরে উঠতে পারলেও বাকিরা সাগরে নিখোঁজ রয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, ট্রলারটিতে দুই শতাধিক লোক ছিল, যারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় ছিল।

বাহারছড়া শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ যুগান্তরকে জানান, সাগর থেকে ভেসে আসা ৩০ জনকে আমরা পাহারায় রেখেছি।

উদ্ধার হওয়া ব্যক্তিরা বলেছেন, বঙ্গোপসাগরে মালায়শিয়াগামী ট্রলার ডুবেছে, এখনো কতজন নিখোঁজ আছে তা বলা যাচ্ছে না।

লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]