11248

05/01/2025 প্রশ্ন ফাঁসের এখন আর কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের এখন আর কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

রাজটাইমস ডেস্ক

৫ অক্টোবর ২০২২ ০৫:০৭

আসন্ন এইচএসসি পরীক্ষায় ব্যত্যয় ঘটলে কিংবা কোনো অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার চাঁদপুর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষা সারাদেশে প্রতিটি ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে যেন করতে পারি, তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। প্রশ্ন ফাঁসের এখন আর কোনো সুযোগ নেই।

এসময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার ভূমি হেলাল উদ্দিন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]