03/16/2025 গাজীপুরে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
রাজটাইমস ডেস্ক
১ অক্টোবর ২০২০ ১৬:০৪
গাজীপুর নগরের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টায় শহরের কোনাবাড়ির পূর্বপাড়ায় অবস্থিত কারখানায় এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায় নি। তবে প্লাস্টিক তৈরির কাঁচামাল ও কার্টন পুড়ে গেছে বলে জানা গেছে।
২ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুভাষ বাড়ই। ঘটনার বিষয়ে তিনি জানান, দিবাগত রাত ৩টার দিকে কোনাবাড়ীর পূর্বপাড়ার পলিকন লিমিটেড নামে একটি প্লাস্টিক কারখানার চারতলা ভবনের নিচতলার স্টোর রুমে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও ডিবিএল যৌথভাবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রনে আনে।
তবে কোথা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। খবর-যুগান্তর