11251

04/23/2025 বাগমারায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বাগমারায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

রাজটাইমস ডেস্ক

৫ অক্টোবর ২০২২ ০৫:১৮

“সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দোকার মাক্কামাম মাহমুদা’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রধান শিক্ষিকা সোহানা নাজনীন, মুনমুন রাজ্জাক প্রমুখ।

দিবসটির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কমর্কর্তার কার্যালয়। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]