03/15/2025 সুস্থ-স্বাভাবিক হয়েছেন ওয়াহিদা খানম
রাজটাইমস ডেস্ক
১ অক্টোবর ২০২০ ১৭:১০
দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে দীর্ঘ এক মাসের চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম।
ওয়াহিদা খানমের বর্তমান শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছেন ওয়াহিদা খানমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. জাহেদ হোসেন। তিনি আরো জানিয়েছেন বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর নাগাদ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
তিনি এখন সুস্থ জানিয়ে ডা. জাহিদ হাসান জানান, “তিনি এখন হাঁটছেন, খাচ্ছেন, কথা বলছেন। সামান্য দুর্বলতা আছে, একটু খোঁড়াচ্ছেন। সপ্তাহখানেকের মধ্যে তাও ঠিক হয়ে যাবে। তিনি স্ট্রেচারে করে এসেছিলেন, এখন হেঁটে বাড়ি ফিরবেন আশা করি।”
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হন ঘোড়াঘাট উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। তাকে ও তার বাবাকে পরিষদ চত্বরের সরকারি বাসভবনে ঢুকে হামলা হয়। খবর-বিডিনিউজ