03/16/2025 যথাযোগ্য মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা রওশন আলী
রাজটাইমস ডেস্ক
১ অক্টোবর ২০২০ ১৮:৫৯
যথাযোগ্য মর্যাদায় শায়িত করা হল রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রয়াত মুক্তিযোদ্ধা রওশন আলীকে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সরকারী পিএন উচ্চ বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কাজিপাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা রওশন আলী বুধবার হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
পুঠিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাঁঠালবাড়িয়া মহল্লার মৃত সমশের আলীর ছেলে রওশন আলী। তিনি পুঠিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানায় তাঁর পরিবার।
এদিকে, প্রবীণ এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।