11301

03/15/2025 আত্রাইয়ে নৌকার মাঝির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে নৌকার মাঝির মরদেহ উদ্ধার

রাজটাইমস ডেস্ক

৯ অক্টোবর ২০২২ ০০:৪৬

নওগাঁর আত্রাইয়ে নুসরাত হোসেন (৫৬) নামে এক নৌকার মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার ক্ষুদ্র বিশা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নুসরাত ক্ষুদ্র বিশা গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে।

নুসরাতের চাচাতো ভাই সাখাওয়াত হোসেন সাকান বলেন,এলাকার উদয়পুর খালে নৌকা দিয়ে যাত্রী পারা পার করার জন্য বিকেলে ঘাটে যায় নুসরাত। এর পর রাত অনুমান সাড়ে ৮টা পার হলেও বাড়ীতে ফিরে না আসায় তাকে খোঁজা-খুজি করতে থাকে পরিবারের লোকজন।

এসময় বাড়ীর অদুরে রাস্তার পার্শ্বে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।খবর পেয়ে থানাপুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এব্যাপারে কেউ বলতে পারেনি।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

এঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]