03/13/2025 রাবির ভূমি প্রশাসন বিভাগের নতুন সভাপতি শাহরিয়ার পারভেজ
রাজটাইমস ডেস্ক
১ অক্টোবর ২০২০ ১৯:২০
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহরিয়াজ পারভেজ।
মো. শাহরিয়ার পারভেজ বিদায়ী সভাপতি ড. বিশ্বজিৎ চন্দের স্থলাভিষিক্ত হলেন।
ড. বিশ্বজিৎ চন্দ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য নিযুক্ত হলে বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার পারভেজকে এ নতুন দায়িত্ব দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এমএ বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়েছে।