1133

03/13/2025 আবারো দীর্ঘায়িত হল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

আবারো দীর্ঘায়িত হল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

রাজটাইমস ডেস্ক

১ অক্টোবর ২০২০ ২০:৫৭

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রকোপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো প্রলম্বিত করা হল।

এই দফায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছুটি আগামী ৩১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

দেশের মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আবারো এই ছুটি দীর্ঘায়িত করা হল।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে ছুটি বৃদ্ধির বিষয়টি অবহিত করা হয়।

এর আগে, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথে বিভিন্ন ইস্যুতে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উল্লেখ্য, দেশে করোনা প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]