11387

05/07/2024 শীতের আগামবার্তা উত্তরাঞ্চলে

শীতের আগামবার্তা উত্তরাঞ্চলে

রাজটাইমস ডেস্ক

১৫ অক্টোবর ২০২২ ২২:৫৭

পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে শুরু হয়েছে শীতের আগামবার্তা। কয়েক দিন ধরে দিনে গরম রাতে হালকা শীতল আবহাওয়া বিরাজ করছে। গতকাল সকালে কুয়াশায় চাদরে ঢাকা পড়েছে চার দিক। ঘাসের ডগা ও ধানের পাতায় জমেছে শিশির কণা, যা শীতের আগামবার্তা জানিয়ে দিচ্ছে।

বর্তমান শরৎকাল। শুরু হবে হেমন্তকাল। এরই মধ্যে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে শীতের আবহাওয়া শুরু হয়েছে। সর্ব উত্তরের পঞ্চগড় জেলায় প্রতি বছরের মতো এবার হেমন্তের আগেই ঘন কুয়াশা দেখা মিলছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত চার দিক কুয়াশার চাদরে ঢাকা ছিল। শহরের তুলনায় গাও-গ্রামে কুয়াশা বেশি পড়েছে। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে দিনে বেশ গরম আবহাওয়া বিরাজ করছে। তবে রাতের বেলা হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে। অনেকে শেষ রাতে কাঁথা-কম্বল নিচ্ছে। মধ্য রাতের পর থেকে হালকা কুয়াশ পড়ছে। সকালে মাঠে ঘাটে, ঘাসের ডগা, গাছ পালা, ধানের পাতায় শিশির জমে থাকছে।

পঞ্চগড় চৌরাস্তা মোড়ে কথা হয় মিজানুর রহমানের সাথে। তিনি বলেন, শীতকাল না এলেও শীতের আগাম বার্তা পাওয়া যাচ্ছে। এবার একটু আগে ভাগেই শীতের আগমন ঘটছে। কামরুন নাহার নামে একজন জানান, কুয়াশা ভিজা ঘাসে খালি পায়ে হাঁটতে ভালোই লাগে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল সকালে তেঁতুলিয়ায় এ মৌসুমে সর্ব নিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণেও আগাম কুয়াশা হতে পারে। তবে ধীরে ধীরে কুয়াশার পরিমাণ বাড়বে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]