03/17/2025 এসপি এবিএম মাসুদের কর্মস্থলে যোগদান
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর ২০২০ ০১:৪০
রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন কর্মস্থলে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) যোগদানের পর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন ইউনিট প্রধানদের নিয়ে বৈঠক করেন তিনি।
এদিন জেলা পুলিশ সদর দফতরে পৌঁছলে এসপি এবিএম মাসুদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি প্যারেড দলের অভিবাদন গ্রহণ করেন।
দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ইউনিট প্রধানদের সঙ্গে পরিচিত হন। সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় করেন।
এসপি এবিএম মাসুদ হোসেন বলেন, থানা হবে সেবা প্রদানের প্রাণকেন্দ্র। দেশপ্রেম, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশের কোনো সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএম মাসুদ হোসেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের দক্ষিণ ওলানিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল কাদের হাওলাদার ও অজুফা খাতুন দম্পতির ছেলে।
তিনি ২৪তম বিসিএসের মাধ্যমে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। রাজশাহীতে যোগদানের আগে তিনি কক্সবাজারের এসপি হিসেবে দায়িত্ব পালন করেন।
কাফি/০৬