1141

03/16/2025 বাগমারায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাগমারায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা

২ অক্টোবর ২০২০ ০১:৫১

“প্রবীণরা দেশের বোঝা নয়, এরাই দেশের সম্পদ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে জাতীয় তরুণ সংঘ। একই সাথে সংগঠসটির ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলায় এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বাগমারা বাজারের জাতীয় তরুণ সংঘের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় তরুণ সংঘের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সহ-সভাপতি আব্দুল জব্বার মাস্টার, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, সদস্য ওহাব আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন তরুণ সংঘের বাগমারা উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।

কাফি/০৭

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]