11418

03/15/2025 জেলা পরিষদ নির্বাচন নিয়ে পুলিশ সুপারের ব্রিফিং

জেলা পরিষদ নির্বাচন নিয়ে পুলিশ সুপারের ব্রিফিং

রাজটাইমস ডেস্ক

১৭ অক্টোবর ২০২২ ০৯:২১

সোমবার (১৭ অক্টোবর) রাজশাহী জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৪ টার দিকে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রীল শেডে ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার্থে পুলিশ সুপার উপস্থিত সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সনাতন চক্রবর্তি, অতিরিক্ত পুলিশ সুপার সদর আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলমসহ রাজশাহী জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]