11419

04/23/2025 বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তানসহ মায়ের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তানসহ মায়ের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

১৭ অক্টোবর ২০২২ ০৯:২৩

রাজশাহীর তানোরে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঁধাইড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বাঁধাইড় গ্রামের হযরত আলীর স্ত্রী মরিয়ম বেগম (৩০) ও তার তিন বছর বয়সী ছেলে মাহাফুজ। তানোরের মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়ির পাশের পুকুরে পানি দেওয়ার সাবমারসিবল পাম্পের বিদ্যুতিক তার ঝুলে ছিল। অসাবধানতায় তাতে মরিয়ম বেগম আটকা পড়েন। ওই সময় মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরায় শিশু সন্তানটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

টের পেয়ে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]