11433

09/20/2024 ইউক্রেন যুদ্ধ ৪০ লাখ শিশুকে দারিদ্র্যে ঠেলে দিয়েছে: জাতিসংঘ

ইউক্রেন যুদ্ধ ৪০ লাখ শিশুকে দারিদ্র্যে ঠেলে দিয়েছে: জাতিসংঘ

রাজটাইমস ডেস্ক: 

১৮ অক্টোবর ২০২২ ০০:৪৪

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও মুদ্রাস্ফীতি পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ সোমবার এ কথা জানিয়েছে। খবর আলজাজিরার। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও মুদ্রাস্ফীতি পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ সোমবার এ কথা জানিয়েছে। খবর আলজাজিরার।

ইউনিসেফ বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটে শিশুরা বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এই যুদ্ধ ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে, যা ২০২১ সালের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে।

২২ দেশে জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে ইউনিসেফ। ইউক্রেনে ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর এ দুটি দেশের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংস্থাটি বলছে, দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের সিংহভাগ খাদ্য ও জ্বালানির পেছনে ব্যয় করে। এ ক্ষেত্রে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা উপেক্ষিত থাকে। এ ছাড়া শিশুরা সহিংসতা, শোষণ ও অত্যাচারের ঝুঁকিতেও বেশি থাকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]