11434

03/14/2025 রাবিতে লেখক-পাঠকদের আসর চিহ্নমেলা শুরু

রাবিতে লেখক-পাঠকদের আসর চিহ্নমেলা শুরু

রাবি প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২২ ০৩:৩০

দুই বাংলার লেখক-পাঠক ও সম্পাদকদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ শুরু হয়েছে। বাংলা সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘চিহ্ন’ পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করেছে। ১৭০টি লিটলম্যাগ, ১০৫টি পত্রিকা, দুই শতাধিক স্টল ও পাঁচ শতাধিক লেখক-পাঠক-সম্পাদকের সম্মিলনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই মেলায়।

  • সোমবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ।

এদিন সকাল সাড়ে ১০টায় চিহ্নমেলা মুক্তবাঙলা-২২ এর ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ একাডেমিক ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এতে সাহিত্যবিষয়ক ভারতের ৭০টি ও বাংলাদেশের ১০০টি ছোটকাগজ ও পত্রিকার কর্মী-সম্পাদক-লেখক-পাঠক অংশ নেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, পশ্চিম বাংলার প্রখ্যাত লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত, প্রাবন্ধিক ও অর্থনীতিবিদ সনৎকুমার সাহা, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কবি-অধ্যাপক জুলফিকার মতিন ও চিহ্ন পত্রিকার সম্পাদক অধ্যাপক শহীদ ইকবাল প্রমূখ।

স্বাগত বক্তব্যে নির্মুলেন্দু গুণ বলেন, চিহ্নমেলার এই পঞ্চম আসরে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকগণ এখানে এসেছেন। এছাড়াও ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা থেকেও অনেক সাহিত্যপ্রেমি শামিল হয়েছেন এই মেলায়। এই মিলনমেলার নাম চিহ্ন দেওয়াতে আমার খুব ভালো লেগেছে। নামটা শুনেই আমার মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান 'যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে'। এই চিহ্ন আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের সংগ্রামের চিহ্ন আমাদের প্রতিবাদের চিহ্ন, অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহের চিহ্ন। এই উৎসব আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করুক, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তির যোগান দিক এই প্রত্যাশা করছি।
মেলার দ্বিতীয় দিন শুরু হবে ‘লিটলম্যাগে লেখালেখি: ‘দ্বৈরথ ও দ্ব›দ্ব’ আড্ডার মাধ্যমে। আসরে বসবেন সন্দীপ দত্ত, হোসেনউদ্দীন হোসেন, নারায়ন রায়, রাজা সহিদুল আসলাম, মনিরুল মনির ও মনজু রহমান। বিকেলে রাহেল রাজীবের সঞ্চালনায় থাকছে ‘গদ্য আখ্যান ও বাঙলার গ্রামীণ জীবন’ নামে। এতে কথা রাখবেন কানাই সেন, তারেক রেজা, এম আবদুল আলীম, মাসুদুল হক ও কাজী রাফি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]