11440

04/20/2025 প্রাইমারি স্কুলে ৪৭৭ শিক্ষকের জালিয়াতি, নিয়োগ স্থগিত

প্রাইমারি স্কুলে ৪৭৭ শিক্ষকের জালিয়াতি, নিয়োগ স্থগিত

রাজটাইমস ডেস্ক

১৮ অক্টোবর ২০২২ ০৭:৪৯

প্রাইমারি স্কুলে ৪৭৭ জন শিক্ষক নিয়োগের জালিয়াতির ঘটনায় নিয়োগ স্থগিত করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় দেন।

শিক্ষক হিসেবে জালিয়াতির এক অসম্ভব নজির গড়েছেন ৪৭৭ শিক্ষ। যাদের নীতি নৈতিকতা শেখানোর কথা তারাই ঈদের ছুটিতে নিয়োগের ভুয়া চিঠি দেখিয়ে শিক্ষকতা করতে চেয়েছেন। হাইকোর্টে জাল সার্টিফিকেট দেখিয়ে রায়ও নিজেদের পক্ষে নিয়েছেন। এসব দেখে ক্ষুব্ধ প্রধান বিচারপতি। স্থগিত করে দিয়েছেন ৪৭৭ শিক্ষকেরই নিয়োগ।

২০১৬ সালের ১ ডিসেম্বর চার হাজার ৮২৫টি স্কুলকে সরকারি করা হয়। শিক্ষকদের যোগ্যতা নির্ধারণে গঠন করা হয় সার্চ কমিটি। এতে বাদ পড়েন অনেকে। কিন্তু ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রংপুর, জামালপুর, নড়াইল ও কুষ্টিয়ার ৪৭৭ শিক্ষক নিজেদের যোগ্য ঘোষণা করতে আশ্রয় নেন জালিয়াতির।

২৬ জন শিক্ষক দাবি করেন, তাদের নিয়োগ হয়েছে ৭ জুলাই ২০১৬। তবে নথির তথ্য বলছে, ওই বছর ১ থেকে ৯ জুলাই ছিলো ঈদুল ফিতরের ছুটি। শুধু তাই নয় হাইকোর্টে দেয়া একটি নথিতে ৪৭৭ শিক্ষকের যে স্বাক্ষর তা একজনের হাতেই করা। এসব নথি দেখে বিস্মিত হন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। জালিয়াতির তথ্য আপিল বিভাগে প্রকাশের পর শিক্ষকদের অনেকেই দ্রুত এজলাস ছেড়ে যান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]