11459

04/23/2025 আরএমপি ডিবি’র অভিযানে এ্যালকোহলসহ গ্রেপ্তার ১

আরএমপি ডিবি’র অভিযানে এ্যালকোহলসহ গ্রেপ্তার ১

রাজটাইমস ডেস্ক

১৯ অক্টোবর ২০২২ ০৬:৫৯

রাজশাহী মহানগরীতে ৮০৫ বোতল এ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।

গ্রেপ্তারকৃতরা হলো ফয়জুল ইসলাম শিলন (৩৮)। ফয়জুল কুষ্টিয়া জেলার সদর থানার ঢাকা জগতি এলাকার মৃত রাকিবুল ইসলামের ছেলে।

জানা যায়, গতকাল ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান এবং এসআই নুরন্নবী হোসেন ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ী তার ভাড়া বাড়িতে এ্যালকোহল বিক্রয় করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলা ১২টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি ফয়জুলকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৮০৫ বোতল এ্যালকোহল উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]