1146

09/21/2024 পদ্মা গিলে নিল পদ্মা রিসোর্ট

পদ্মা গিলে নিল পদ্মা রিসোর্ট

রাজটাইমস ডেস্ক

২ অক্টোবর ২০২০ ১৫:৪২

ভ্রমণপ্রেমীদের অবকাশ যাপনের অন্যতম পছন্দের পদ্মা রিসোর্টটি এবার গিলে নিল সর্বনাশা পদ্মা নদী।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার শাখা নদী সংলগ্ন চরে অবস্থিত রিসোর্টটি ভেঙ্গে গেছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে ভাঙ্গন শুরু হলে ভোরে রিসোর্টের ৪ একর জমির মধ্যে ২ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়।

ভ্রমণপিপাসুরা অবকাশ যাপনের জন্য বহু দূরদুরান্ত থেকে ছুটে আসতো পদ্মার নয়নাবিরাম সুন্দর সৌন্দর্যমন্ডিত বর্ণিল কাঠের কটেজে ব্যতিক্রমী রির্সোটটিতে। তবে এবার পদ্মার গ্রাসে শেষ রক্ষা হয়নি রিসোর্টটির।  

সরেজমিন দেখা যায়, রিসোর্টের বেশ কিছু কটেজের অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এর পরপরই পদ্মার ভাঙনের আগেই ১৬টি কটেজের ১২টি কটেজ ইতোমধ্যে কর্তৃপক্ষ ভেঙে মালামাল অন্যত্র নিয়ে নেয়। বাকিগুলো ভাঙার কাজ চলছে।

রিসোর্ট ভাঙ্গনের বিষয়টি নিশ্চিত করেছে রিসোর্টের পরিচালক সাদেক হোসেন মান্নান। তিনি জানান, রিসোর্টের সামনের অংশের ২ একর পুরোটাই ভেঙে গেছে। আমাদের অনেক ক্ষতি হলো।

পদ্মার ভাঙ্গনে রিসোর্টের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে যাওয়ার পর ক্ষতি কমানোর জন্য কটেজগুলো ভেঙে অন্যত্র ছড়িয়ে নেওয়ার কাজ করা হচ্ছে। ১৬টির মধ্যে আর ৪টি কটেজ আছে। সেগুলো ভেঙে ফেলা হবে।  

পুরোপুরি রিসোর্টটি নদীগর্ভে বিলীন না হলে পুনরায় নির্মাণের আশা পরিচালকের।

উল্লেখ্য, এবছর দেশে সৃষ্ট দীর্ঘমেয়াদী বন্যার কবলে পদ্মার ভাঙনের কবলে ইতোমধ্যে লৌহজং উপজেলার ৮টি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। বেশ কয়েকদিন যাবত আবারও ভাঙন দেখা দিয়েছে পদ্মা রিসোর্টরে উত্তর দিঘলী ও ভোজগাঁও গ্রামে। খবর-বাংলাদেশ প্রতিদিন।

  • এসএইচ

 

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]