11461

03/16/2025 কারাগারে বিএনপি নেতাকর্মীরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: মির্জা ফখরুল

কারাগারে বিএনপি নেতাকর্মীরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: মির্জা ফখরুল

রাজটাইমস ডেস্ক: 

১৯ অক্টোবর ২০২২ ০৭:০৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির অনেক নেতাকর্মী কারাগারে অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি করার মিথ্যা মামলায় বর্তমানে রাজশাহী কারাগারে কারান্তরীণ বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু গুরুতর অসুস্থ অবস্থায় আছেন।

একই মিথ্যা মামলায় বিএনপি নেতা আব্দুল হাকিম টেনু সুচিকিৎসা না পেয়ে ইতোমধ্যে কারাগারে মৃত্যুবরণ করেছেন। বিএনপি নেতাকর্মীদেরকে সুচিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষের চরম উদাসীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, বিরোধী রাজনৈতিক দল ও মতের বিরুদ্ধে প্রতিশোধ ও প্রতিহিংসা আওয়ামী লীগের ঐতিহ্য। একদলীয় কর্তৃত্ববাদী শাসন আওয়ামী লীগের মজ্জাগত। ক্ষমতাসীন সরকার বাংলাদেশকে বিএনপিশুণ্য করার জন্যই ফরমায়েসী রায়ের মাধ্যমে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলুসহ অন্যান্য নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসি এবং যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি করার মিথ্যা মামলায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছুর রহমান বাবলুসহ কারান্তরীণ নেতাকর্মীরা এখন গুরুতর অসুস্থ হলেও কারা কর্তৃপক্ষ তাদের সুচিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটি বর্তমান অবৈধ আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এক অমানবিক পন্থা। এটি নাৎসী শাসনেরই একটি অন্যতম নমূনা।

ফখরুল বলেন, জনস্বার্থের বিপক্ষে আওয়ামী সরকার অবস্থান গ্রহণ করেছে। সে কারনেই অমানবিক ও মরণঘাতি কর্মসূচি অবলম্বন করে নিজেদেরকে টিকিয়ে রাখতে চাচ্ছে। কিন্তু তাদের পায়ের নীচ থেকে মাটি ক্রমান্বয়ে সরে যাচ্ছে। আওয়ামী সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে। গণতন্ত্রকামী জনগণ কখনোই দুঃশাসন সহ্য করেনি, আওয়ামী দুঃশাসনেরও অবসান অত্যাসন্ন। বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফেরানোর জন্য এখন ঐক্যবদ্ধ। কারান্তরীণ বিএনপি নেতাকর্মীদের সুচিকিৎসা না দিয়ে ক্রমান্বয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ায় আবারও প্রমানিত হলো যে, বর্তমান সরকারের অধীনে দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে আধিপত্যবাদী শাসন বলবৎ রাখা হয়েছে। বর্তমান স্বেচ্ছাচারী সরকারের সকল অপকর্ম ও মানবতাবিরোধী কর্মকান্ড রুখে দিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]