10/13/2024 অনলাইনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মুক্তিযুদ্ধমন্ত্রী
রাজটাইমস ডেস্ক:
২০ অক্টোবর ২০২২ ০৫:১০
সাইবার ক্রাইম...বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি চক্র। যেভাবে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সাইবার ক্রিমিন্যালরা সব দেশের বাইরে থাকার কারণে এদের সবসময় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, কীভাবে তাদের চিহ্নিত করা যায়, আরও পদক্ষেপ নেওয়া যায়, সেগুলো আমরা আরও গভীরভাবে দেখবো।’
সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ইদানীং আমরা পত্র-পত্রিকায় দেখছি দেশ থেকে টাকা পাচার হচ্ছে ৷ সেগুলো তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে তাদের অনেকে ধরাও পড়েছেন।
মানি একচেঞ্জ সংশ্লিষ্ট সাত শতাধিক প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কে কী পরিমাণ টাকা পাচার করেছে এবং কোথায় করেছে এসব বিষয়ে তদন্তের পর বলা যাবে। তদন্তের আগে অগ্রিম কিছু বলা যাবে না।
সূত্র: আমার সংবাদ