03/16/2025 উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে: জিএম কাদের
রাজটাইমস ডেস্ক:
২০ অক্টোবর ২০২২ ০৫:১৫
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম কাদের বলেছেন, কেউ কেউ উন্নয়নের গণতন্ত্র নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে।
বুধবার (১৯ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা। এ সময় তাকে স্বাগত জানিয়ে বক্তৃতাকালে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। তিনি বলেন, গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন, সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সকল অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান উপস্থিত ছিলেন।
সূত্র: আমার সংবাদ