1149

03/13/2025 একাদশ শ্রেণির অনলাইন ক্লাশ শুরু ৪ অক্টোবর

একাদশ শ্রেণির অনলাইন ক্লাশ শুরু ৪ অক্টোবর

রাজটাইমস ডেস্ক

২ অক্টোবর ২০২০ ১৭:৩৪

একাদশ শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাশ শুরু হচ্ছে আগামী ৪ অক্টোবর।

শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ওইদিন সকাল ১০টায় ঢাকা কলেজের একাদশ শ্রেণির অনলাইন ক্লাস উদ্বোধন করবেন।

ঢাকার সব কলেজে একাদশের অনলাইন ক্লাশ শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলেজ অধ্যক্ষদের চিঠি পাঠিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

চলতি বছরে সর্বশেষ অনুষ্ঠিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী একাদশে শ্রেণিতে ভর্তি হয়েছেন।

মহামারী প্রকোপে এ বছর দেরীতে ভর্তি করায় অন্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এই বছর দেরীতেই শুরু হচ্ছে ক্লাশ।

দেশে মহামারী প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

অন্যদিকে, এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা নেবে না সরকার। এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে আছে। খবর-বিডিনিউজ

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]