11504

04/23/2025 রাজশাহীর কারাগারে হাজতির মৃত্যু

রাজশাহীর কারাগারে হাজতির মৃত্যু

রাজটাইমস ডেস্ক

২২ অক্টোবর ২০২২ ০৬:১৭

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাবিবুর রহমান (৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার পুঠিয়ার সাতবাড়িয়া দিয়াড়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় গত বছরের ২০ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন হাবিবুর।

শুক্রবার সকাল ১০টার দিকে কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেল সুপার আরও জানান, হাবিবুরের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]